HSC-ICT Chapter-3(Digital Device)

Spread the love

লজিক গেইট বলতে কি বুঝ ?

লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটিমাত্র আউটপুট প্রদান করে। অন্যভাবে বলা যায় যে, যে সকল ডিজিটাল ইলেক্ট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেইট বলে।

লজিক গেইটের প্রকারভেদ ?

  • মৌলিক গেইট (Basic Logic Gate)
  • যৌগিক গেইট (Compound Gate)

মৌলিক গেইট কি ও তার প্রকারভেদ ?

যে গেইট গুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেইট বলা হয়।
1. অ্যান্ড (AND) গেইট
2. অর (OR) গেইট
3. নট (NOT) গেইট

যৌগিক গেইট কি ও তার প্রকারভেদ ?

দুই বা ততোধিক মৌলিক গেইটের সমন্বয়ে যে গেইট তৈরি হয় তাকে যৌগিক গেইট বলা হয়।

  1. সার্বজনীন গেইট (Universal Gate)
  2. বিশেষ গেইট (Special Gate)

সার্বজনীন গেইটের প্রকারভেদ ?

  1. ন্যান্ড (NAND) গেইট
  2. নর (NOR) গেইট

বিশেষ গেইটের প্রকারভেদ ?

  1. এক্স-অর (XOR) গেইট
  2. এক্স-নর (XNOR) গেইট

অ্যান্ড (AND) গেইট বলতে কি বুঝ ?

বুলিয়ান অ্যালজেবরায় গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড (AND) গেইট বলা হয়। অ্যান্ড (AND) গেইটে দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। অ্যান্ড (AND) গেইটের সকল ইনপুট ১ হলেই কেবলমাত্র আউটপুট ১ হবে অন্যথায় আউটপুট ০ হবে।

নিম্নে অ্যান্ড (AND) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

অর (OR) গেইট বলতে কি বুঝ ?

বুলিয়ান অ্যালজেবরায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অর (OR) গেইট বলা হয়। অর (OR) গেইটে দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। অর (OR) গেইটের যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হবে।

নিম্নে অর (OR) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

নট (NOT) গেইট বলতে কি বুঝ ?

বুলিয়ান অ্যালজেবরায় পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে নট (NOT) গেইট বলে। নট (NOT) গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। নট (NOT) গেইটের ইনপুট ১ হলে আউটপুট ০ এবং ইনপুট ০ হলে আউটপুট ১ হয়।

নিম্নে নট (NOT) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

বাফার গেইট বলতে কি বুঝ ?

যে গেইটের মধ্যে দিয়ে যা ইনপুট প্রদান করা হয় আউটপুট হিসাবে তাই আসে তাকে বাফর গেইট বলা হয়। একটি নট (NOT) গেইটের সাথে আরেকটি নট (NOT) ) গেইট যুক্ত করে বাফার গেইট তৈরি করা হয়। এ গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। এই গেইটে আউপুট ইনপুটের সমান হয়।

নিম্নে বাফার গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

সার্বজনীন গেইট বলতে কি বুঝ ?

যে সকল গেইট দ্বারা সকল প্রকার গেইট বাস্তবায়ন করা যায়, সে সকল গেইটকে সর্বজনীন গেইট বলা হয়। ন্যান্ড (NAND) ও নর (NOR) গেইট দিয়ে সকল মৌলিক গেইট বাস্তবায়ন করা যায় বলে এ দুটি গেইটকে সার্বজনীন গেইট বলে।

ন্যান্ড (NAND) গেইট বলতে কি বুঝ ?

অ্যান্ড (AND) গেইট হতে নির্গত সংকেতটি নট (NOT) গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড (NAND) গেইটের কাজ হয়। অর্থাৎ অ্যান্ডের পর নট যুক্ত করে ন্যান্ড গেইট বাস্তবায়ন করা হয়।

নিম্নে ন্যান্ড (NAND) ) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

নর (NOR) গেইট বলতে কি বুঝ ?

অর (OR) গেইটের পর নট (NOT) গেইট সংযুক্ত করলে যে গেইট পাওয়া যায় তাকে নর (NOR) গেইট বলে।

নিম্নে নর (NOR) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

এক্স-অর (XOR) গেইট বলতে কি বুঝ ?

এক্স-অর একটি বহুল ব্যবহৃত লজিক সার্কিট। এক্স-অর গেইটের ইনপুটে বিজোর সংখ্যক ১ হলে আউটপুট ১ হয়।

নিম্নে এক্স-অর (XOR) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

এক্স-নর (XNOR) গেইট বলতে কি বুঝ?

XOR ও NOT গেইটের সমন্বয়ে XNOR গেইট গঠিত হয়। এক্স-অর (XOR) গেইটের আউটপুটকে নট গেইট দিয়ে প্রবাহিত করলে এক্স-নর (XNOR) গেইট পাওয়া যায়। ২ ইনপুট এক্স-নর (XNOR) গেইটের ক্ষেত্রে ইনপুট দুটি সমান হলে আউটপুট ১ হয়।

নিম্নে এক্স-নর (XNOR) গেইটের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

ডিকোডার (Decoder) বলতে কি বুঝ?

যে লজিক সার্কিট কোনো কোড কে ডিকোড করতে পারে তাকে ডিকোডার বলে। ইহা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রুপান্তর করে। ডিকোডার এর ইনপুটের সংখ্যা হ হলে তারা আউটপুর সংখ্যা ২ n হবে এবং আউটপুট লাইনে যে কোন একটি আউটপুট ১ ও বাকি সব আউটপুট ০ আউটপুট পাওয়া যাবে।

নিম্নে 2 to 4 ডিকোডারের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-

নিম্নে 3 to 8 ডিকোডারের চিত্র ও টুথটেবিল/সত্যক সারণি দেওয়া হল-


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *