দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রুপান্তরের নিয়ম,উদাহরণ ।
দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রুপান্তরের নিয়ম:
Decimal সংখ্যা থেকে Hexadecimal সংখ্যায় রুপান্তর করতে হলে Hexadecimal সংখ্যার বেস ১৬ দিয়ে Decimal সংখ্যাটিকে ভাগ করতে হবে। যদি ভাগফল মিলে যায় তাহলে ডান পার্শ্বে ০ হবে আর যদি ভাগফল না মিলে তাহলে অতিরিক্ত সংখ্যাটি ডান পার্শ্বে বসাতে হবে।