HSC ICT Binary to Hexadecimal conversion | বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রুপান্তরের নিয়ম, উদাহরণ।
বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রুপান্তরের রুপান্তর করতে হলে বাইনারি সংখ্যাটির ডান দিক থেকে বাম দিকে চার বিট করে নিয়ে ছোট ছোট ভাগে সাজাতে হবে। শেষে বাম দিকের ভাগে চারের কম বিট থাকলে প্রয়োজনীয় সংখ্যক ০ বসাতে হবে। তার পর হেক্সাডেসিমাল সংখ্যায় রুপান্তর করতে হবে।