সচেতন সোসাইটি শাখা ব্যাবস্থাপক পদে ❤️নতুন নিয়োগ প্রকাশ

Spread the love

সচেতন সোসাইটি’ একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মাইক্রোফাইন্যান্স কর্মসূচী সংস্থার একটি অন্যতম কর্মসূচী। এই কর্মসূচীর আওতায় রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় শাখা সম্প্রসারনের জন্য কিছু সংখ্যক শাখা ব্যবস্থাপক, হিসাব কর্মকর্তা ও কর্মসূচী সংগঠক নিয়োগ দেয়া হবে। নিম্ম বর্নিত ছক অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহব্বান করা হচ্ছে। SACHETAN SOCIETY JOB CIRCULAR 

প্রতিষ্ঠানের নাম: সচেতন সোসাইটি
পদের নাম: সচেতন সোসাইটি
পদ সংখ্যা: 06 জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক
বেতন: Tk. 21000 (Monthly)
আবেদন করার শেষ তারিখ: 31 May 2024

Compensation & Other Benefits

* শিক্ষানবিশ কালে সর্ব সাকুল্যে বেতন ২১,০০০/=

(একুশ হাজার) টাকা।

* এছাড়াও মোবাইল বিল ৭৫০মি:, দৈনিক ভাতা ৭৫/- ও জ্বালানী ২,৪০০/- সহ প্রদান করা হবে।

* শিক্ষানবিশ কাল সফলতার সাথে উত্তীর্ণ হলে সংস্থার বেতন কাঠামো অনুসারে বেতন ও বার্ষিক দুটি উৎসব ভাতা, বিধি মোতাবেক পি এফ / গ্রাচুইটি সহ দৈনিক ভাতা, মোবাইল বিল ও জ্বালানী তৈল প্রযোজ্য হবে।

আবেদন করার নিয়ম

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষার জন্য মোবাইল ফোন/এসএমএস/ই-মেইল এর মাধ্যমে নির্বাচণী পরিক্ষায় ডাকা হবে। আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখ পূর্বক, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ২(দুই) কপি ছবিসহ আগামী ৩১/০৫/২০২৪ (শুক্রবার) তারিখের মধ্যে “বরাবর প্রশাসনিক কর্মকর্তা, সচেতন সোসাইটি, ‘সুগন্ধা”এইচ-২৪৫, সপুরা, বিমান বন্দর সড়ক, রাজশাহী-৬২০৩। এই ঠিকানায় বিডিজবস/সরাসরি/ডাক/কুরিয়ারযোগে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত। নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধা জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

নির্বাচণী পরিক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ ও খাবার ভাতা দেয়া হবে না।

Address:

Sachetan Society, Holding:245, Salbagan, sopura, Biman bandor road, Rajshahi

বিস্তারিত: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1246682&fcatId=12&ln=1

আমাদের iit-bd.org ওয়েবসািইটে চোখ রাখুন ।

সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।

iit-bd.org এ আরো পাচ্ছেন

* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি

* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি

* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি

* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি

Assalamu Alaikum, welcome to iit-bd.org website. Keep an eye on our website iit-bd.org for regular job notifications.

Follow our iit-bd.org on social media to get our job notifications.

Get more at Find Jobs –

* Government Private Job Notification

* Medical Job Notification

* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular

* NGO, Nursing Job Notification SACHETAN SOCIETY JOB CIRCULAR

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *