সিএসএস এনজিও ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ২০২৪

Spread the love

CSS is a humanitarian and socio-economic development organization working in Bangladesh since 1972, immediately after the liberation war that cost 3 million lives, making 10 million people homeless and huge loss of country’s infrastructure. Deeply moved by seeing the miseries of the war affected nation, Reverend Paul Munshi founded CSS to revive new hope and aspiration among the dispirited people of this country. Even in early days, when Bangladesh was basically an aid dependent country, our Founder Chairman focused on the importance of skill development training in order to create employment and livelihood opportunities.

সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য ব্রাঞ্চ ম্যানেজার নিয়োজিত হবেন। ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের সার্বিক বিষয়ে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

প্রতিষ্ঠানের নাম: সিএসএস
পদের নাম:  ব্রাঞ্চ ম্যানেজার
পদ সংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

বেতন: আলোচনা সাপেক্ষে

দ্বায়িত্ব সমূহ:

  • অফিস ব্যবস্থাপনা।
  • কর্মী ব্যবস্থাপনা।
  • কর্ম এলাকা নির্ধারণ।
  • দল ব্যবস্থাপনা ও পরিদর্শন এবং মনিটরিং করা।
  • বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা।
  • প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
  • তহবিল ব্যবস্থাপনা।
  • অফিস ব্যয় পরিচালনা করা।
  • এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুত করা ।
  • ব্রাঞ্চের সকল হিসাব সংরক্ষণ করা ।
  • মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা।
  • জনসংযোগ করা।অফিসের মেস ব্যবস্থাপনা করা।
  • ঋণ ব্যবস্থাপনা।
  • সঞ্চয় ব্যবস্থাপনা।
  • নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।
  • পাশ বই ও এল ও রেজিস্টার শিট চেকিং করা ।

অন্যান্য সুবিধা:

  • বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল ফিতর, পবিত্র ঈদ-উল আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্য প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল,স্পেশাল ফান্ড সুবিধা, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের আবাসিক সুবিধা, স্পেশাল ফান্ডের সুবিধা তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

আবেদন করার শেষ তারিখ: 30 Apr 2024

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না।

বিস্তারিত:  https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1243639&fcatId=12&ln=1

আমাদের iit-bd.org ওয়েবসািইটে চোখ রাখুন । CSS JOB CIRCULAR 2024

সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।

iit-bd.org এ আরো পাচ্ছেন –

* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি

* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি

* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি

* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি

Assalamu Alaikum, welcome to iit-bd.org website. Keep an eye on our website iit-bd.org for regular job notifications.

Follow our iit-bd.org on social media to get our job notifications.

Get more at Find Jobs –

* Government Private Job Notification

* Medical Job Notification

* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular

* NGO, Nursing Job Notification

CSS is a humanitarian and socio-economic development organization working in Bangladesh since 1972, immediately after the liberation war that cost 3 million lives, making 10 million people homeless and huge loss of country’s infrastructure. Deeply moved by seeing the miseries of the war affected nation, Reverend Paul Munshi founded CSS to revive new hope and aspiration among the dispirited people of this country. Even in early days, when Bangladesh was basically an aid dependent country, our Founder Chairman focused on the importance of skill development training in order to create employment and livelihood opportunities. CSS JOB CIRCULAR 2024


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *