HSC-ICT Chapter-5( C Programing )

Spread the love

সি প্রোগ্রাম (C Program) বলতে কি বুঝ ?

‘সি‘ হচ্ছে একটি মধ্যম পর্যায়ের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ‘সি‘ এর জনক হলেন ডেনিস রিচি (Dannis Ritchie), তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে ‘সি‘ প্রয়োগ করেন। ‘সি‘ এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে ‘বি‘ নামের অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং ‘বি‘ এর পরের উন্নয়ন হলো ‘সি‘ ভাষার উদ্ভবের মধ্য দিয়ে। প্রথমে ‘সি‘ ব্যবহার হতো Unix অপারেটিং সিস্টেমে। পরবর্তী সময়ে Borland কোম্পানী Turbo C নামে একটি সফটওয়্যার তৈরি করে। যা পরবর্তী সময়ে ব্যবহার হয়ে আসছে।

C প্রোগ্রাম ভাষার ব্যবহার লিখ ।

বর্তমানে প্রচলিত কম্পাইলার ও অপারেটিং সিস্টেমগুলোর বেশির ভাগেই সি ভাষায় রচিত। সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়। এই ভাষার সাহায্যে যে ধরনের প্রোগ্রাম লেখা যায় তা হলো-বর্তমানে প্রচলিত কম্পাইলার ও অপারেটিং সিস্টেমগুলোর বেশির ভাগেই সি ভাষায় রচিত। সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়। এই ভাষার সাহায্যে যে ধরনের প্রোগ্রাম লেখা যায় তা হলো-

১. অপারেটিং সিস্টেম

২. ল্যাংগুয়েজ কম্পাইলার

৩. ল্যাংগুয়েজ ইন্টারপ্রেটার

৪. অ্যাসেম্বলার

৫. ডেটাবেজ প্রোগ্রাম

৬. টেক্সট এডিটর

৭. কম্পিউটার গেমস

৮. কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস

৯. ইউটিলিটিজ

১০. নেটওয়ার্ক ড্রাইভারস


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *