HSC-ICT Chapter-6 ( Database Management System)

Spread the love

ডেটা বলতে কি বুঝ ?

Data শব্দটি ল্যাটিন শব্দ Datum শব্দের বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত।

ডেটার প্রকারভেদ ?

 

ডেটাবেজ বলতে কি বুঝ ?

ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ভিত্তি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।

ডেটাবেজের প্রকারভেদ ?

১. সাধারণ ডেটাবেজ: শুধুমাত্র একটি টেবিল অথবা পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেজকে সাধারন ডেটাবেজ বলা হয়। এতে একই সময়ে একটিমাত্র টেবিল নিয়ে কাজ করা যায়।

২. রিলেশনাল ডেটাবেজ: পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ বলা হয়। এতে একই সময়ে একাধিক টেবিল নিয়ে কাজ করা যায়।

ডেটাবেজ ব্যবহারের সুবিধা ?

১. অতি দ্রুত ডেটা উপস্থাপন ও পরিচালনা করা যায়।

২. ডেটাকে আপডেট করা যায়।

৩. অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়।

৪. ডেটার ডুপ্লিকেশন কমায়।

৫. সহজে ডেটা বা রেকর্র্ড খুজে বের করা যায়।৬. ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়।

৭. তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায়।

ইনফরমেশন বা তথ্য (Information) বলতে কি বুঝ ?

এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকেই তথ্য বা ইনফরমেশন বলে।

ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখ ।

Difference Data and Information

বিট (Bit) কি ?

বাইনারী ডিজিটের সংক্ষিপ্তরুপ বিট। বাইনারী সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অংক ০, ১ কে বিট বলা হয়। কম্পিউটারের অভ্যন্তরে যাবতীয় কাজ করা হয় এই বিটের মাধ্যমে।

বাইট (Byte) কি ?

৮টি বিট নিয়ে তৈরি হয় বাইট যা একটি অংক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে। কম্পিউটারের মেমরি বাইট দিয়ে পরিমাপ করা হয়।

বর্ণ বা অক্ষর কি ?

অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে অক্ষর বলে। যেমন- ক, খ, গ, A,B,C,1,2,3,+,-,* ইত্যাদি হচ্ছে একেকটি ক্যারেক্টার। সাধারণত ৮বিট নিয়ে গঠিত হয় একটি অক্ষর।

ফিল্ড (Field) কি ?

ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করেন।

রেকর্ড (Record) কি ?

পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড।

টেবিল (Table) কি ?

এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়।

ফাইল (File) কি ?

পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক রেকর্ড নিয়ে গঠিত হয় ফাইল বা নথি যার একটি নির্দিষ্ট নাম থাকে।

ফিল্ড ও রেকর্ড এর মধ্যে পার্থক্য

Difference Field and Record

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *