HSC-ICT Chapter-6 ( Database Management System)
ডেটা বলতে কি বুঝ ?
Data শব্দটি ল্যাটিন শব্দ Datum শব্দের বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত।
ডেটার প্রকারভেদ ?
ডেটাবেজ বলতে কি বুঝ ?
ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ভিত্তি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
ডেটাবেজের প্রকারভেদ ?
১. সাধারণ ডেটাবেজ: শুধুমাত্র একটি টেবিল অথবা পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেজকে সাধারন ডেটাবেজ বলা হয়। এতে একই সময়ে একটিমাত্র টেবিল নিয়ে কাজ করা যায়।
২. রিলেশনাল ডেটাবেজ: পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ বলা হয়। এতে একই সময়ে একাধিক টেবিল নিয়ে কাজ করা যায়।
ডেটাবেজ ব্যবহারের সুবিধা ?
১. অতি দ্রুত ডেটা উপস্থাপন ও পরিচালনা করা যায়।
২. ডেটাকে আপডেট করা যায়।
৩. অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়।
৪. ডেটার ডুপ্লিকেশন কমায়।
৫. সহজে ডেটা বা রেকর্র্ড খুজে বের করা যায়।৬. ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়।
৭. তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায়।
ইনফরমেশন বা তথ্য (Information) বলতে কি বুঝ ?
এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকেই তথ্য বা ইনফরমেশন বলে।
ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখ ।

বিট (Bit) কি ?
বাইট (Byte) কি ?
বর্ণ বা অক্ষর কি ?
ফিল্ড (Field) কি ?
রেকর্ড (Record) কি ?
টেবিল (Table) কি ?
ফাইল (File) কি ?
ফিল্ড ও রেকর্ড এর মধ্যে পার্থক্য
