HSC-ICT Chapter-2

Spread the love

কমিউনিকেশন সিস্টেম (Communication System) বলতে কি বুঝ ?

যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে।

কমিউনিকেশন সিস্টেমের তিনটি অংশ থাকে। যথা-
১. প্রেরণকারী বা সেন্ডার (Sender)
২. গ্রহণকারী বা রিসিভার (Receiver)
৩. মাধ্যম (Media)

HSC-ICT Data Communication

কমিউনিকেশন সিস্টেমে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার বৈশিষ্ট্য:

  • উৎস এবং গন্তব্যের ঠিকানা ঠিক করা
  • ডেটা পাঠানোর সঠিক পথ নির্ণয় করা
  • ডেটার নিরাপত্তা নির্ধারণ করা।
  • ডেটা পাঠানোতে কোন ভুল থাকলে তা নির্ণয় করা এবং সঠিক ভাবে প্রেরণ করা
  • ডেটা সমূহকে মেসেজের আকারে পাঠানোর জন্য কাঠামো নির্ধারণ করা
  • ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থাপনা করা।

ডেটা কমিউনিকেশন (Data Communication) বলতে কি বুঝ ?

কোন ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা এক জনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন।

HSC-ICT Data Communication

For More Content

Fore More Video


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *