Skip to content
-
- কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র।
- আধুনিক কম্পিউটারের জনক কে? -জন ভন নিউম্যান
- কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার
- কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন
- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? – গণিতবিদ
- কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
- কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
- কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর
- কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার
- কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে- হার্ডওয়্যার ও সফটওয়্যার
- কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড
- LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.
- PC অর্থ কী? – Personal Computer.
- CPU কী? -Central Processing Unit
- 1 KB = 1024 Byte.
- বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস শুরু হয়? -১৯৯৬ সালের ৪ জুন
- অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? –ইন্টারনেট
- কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute
- ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড
- আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর
- সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-সুপার কম্পিউটার
- সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? – ভারত
- ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে
- পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয়- প্রেজেনটেশন
- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – ROM
- ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে? – স্টিভ চ্যাল ও জাভেদ করিম
- ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল
- একসেস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? -ডেটাবেজ
- পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়-প্রেজেন্টেশন
- কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে
- কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার
- কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় – পেনড্রাইভ
- ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন
- প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা
- কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানো সেকেন্ড
- IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004
- নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়
- কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট
- উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
- Binary disit থেকে উৎপত্তি হয় -Bit
- কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
- কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার
- বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? -ইন্টারনেট
- ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? -CapsLock
- F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলোকে এক সাথে বলা হয় -ফাংশন কী?
- কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড
- বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B
- কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস
- WWW এর জনক কে?- টিম বার্নস লি
- কম্পিউটার বায়োস (BIOS) কি?-Basic Input-Output System
- কম্পিউটার বায়োস (BIOS) কি?-Basic Input-Output System
- কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল
- Save অর্থ কি?- সংরক্ষণ করা
- ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট
- কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?- ইনপুট ডিভাইস
- LCD (Liquid Crystal Display) এর জনক কে?- সুইস পদার্থবিদ
- কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম -লেজার প্রিন্টার
- 0-09 পর্যন্ত Key গুলোর নাম কী? – Numeric Key
- MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A
- LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network
- WWW এর পূর্ণ নাম লিখ?- World Wide- Web
- Save কোন মেনুতে রয়েছে?- File
- Save এর সর্টকাট কমান্ড লিখ। -Ctrl+S
- MS word-এ Symbol কোন মেনুতে আছে। – Insert
- File অর্থ কি? – নথিপত্র
- এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?- স্প্রেডশিট
- কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? – ফ্রেড কোহেন
- ৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমাল
- সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার? -৪ প্রকার
- ফাংশন কি কোন গুলি?- F1-F12
- MS word-এ Document কে বড় করে দেখার জন্য- – Zoom
- বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ
- লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
- নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
- পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- – MARK-1
- MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F
- ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
- মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
- পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
- কিবোর্ডে কয়টি Alt Key আছে? -২
- কিবোর্ডে Windos Key কয়টি? -২
- কিবোর্ডে ESC কয়টি? -১
- কিবোর্ডে Home Key কয়টি? -১
- এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
- লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
- অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?- মাল্টিমিডিয়া
- ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য
- কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি? -৪টি।
- IBM PC প্রথম বাজারে আসে…- ১৯৮১ সালে
- Apple Computer কত সালে বাজারে আসে– ১৯৭৬ সালে
- বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা
- কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপি ডিক্স।
- RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
- বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? -চতুর্থ প্রজন্মের।
- মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র।
- বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- -বিট।
- কোনটি কম্পিউটারের কাঁচা মাল? -তথ্য।
- সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
- সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? – সেয়মোর ক্রে
- প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১
- 101. Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট
102. ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস
103. ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়? -টুইট ২১৩।
104. কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক
105. গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa
106. কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? – ROM
107. সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম
108. পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।
109. ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? ১৯ বছর।
110. বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া
111. কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়-হোয়াইট হ্যাট হ্যাকার।
112. Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯ সালে।
113. Melissa Virus তৈরী করেন কে? – ডেভিড স্মিথ
114. ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
115. ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
116. পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
117. গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?- গ্রাফিক্স কার্ডে
118. কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
119. Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? – ১০ বছরের জেল?
120. Mydoom Worm কি? – কম্পিউটার ভাইরাস।
121. ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? – Mydoom Worm
122. এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের।
123. একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি।
124. সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? – ১৯৮৫ সালে।
125. ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ- I/O
126. নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? উঃ- Control Unit
127. কয়েকটি ইনপুট ডিভাইস লিখ। উঃ- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
128. কয়েকটি আউটপুট ডিভাইস লিখ। উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।
129. সি.পি.ইউ এর অংশ নয় কী? উঃ- মেমোরি।
130. মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ ওলসেন।
131. পামটম কি? উঃ একধরণের ছোট কম্পিউটার।
132. দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি? -G
133. মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে? – নতুন ডকুমেন্ট।
134. অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।
135. কম্পিউটার কে আবিস্কার করেন?-উঃ হাওয়ার্ড এইকিন।
136. Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?-২,৫০,০০০।
137. কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়? -ব্লাক হ্যাট হ্যাকার।
138. অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- হ্যাকিং
139. ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়? – পেস্নজারিজম।
140. কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রোগ্রাম।
141. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
142. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC
143. প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1
144. ২৫৫। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০।
145. প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১
146. Which one is graphics software? উঃ Adobe Photoshop.
147. এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte
148. Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল।
149. http এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol.
150. চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উঃ- কমপিউটারের।
151. ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? উঃ- ১৭৮৬ সালে।
152. কমপিউটারের শব্দ টি কোথা থেকে আসছে? -Compute
153. বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী? উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম।
154. কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়? উঃ- ১৯৬৪ সালে।
155. সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে। উঃ- Central Processing Unit.
156. মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-? উঃ- ১৯৭১।
157. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
158. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? উঃ আইবিএম-১৬২০ সিরিজ।
159. বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়? উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
160. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- উঃ হাইব্রিড কম্পিউটার
161. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA
162. প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? উঃ- অ্যাপল।
163. কমপিউটারের প্রজন্ম কয়টি? উঃ- ৫টি।
164. কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে।
165. ভাইরাস নামকরণ কে করেন? উঃফ্রেডরিক কোহেন।
166. বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল? উঃ- মেইনফ্রেম।
167. পি.সি (P.C) শব্দের অর্থ কি? উঃ- পার্সোনাল কমপিউটার।
168. চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন? উঃ- ডিফারেন্স ইঞ্জিন।
169. সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কি? উঃ- ইউনিভ্যাক।
170. মাইক্রোপ্রসেসরের কাজ কী? উঃ- তথ্য প্রক্রিয়াকরণ করা।
171. ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে উঃ- পিন ও রিবণের সাহায্যে।
172. প্লটার কোন ধরনের যন্ত্র? উঃ- আউটপুট ডিভাইস।
173. ৩৫৪। মডেম কোন ধরনের যন্ত্র? উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।
174. Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী? উঃ- MODEM.
175. ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয়
176. ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ? উঃ- একশত কোটি ভাগের এক ভাগ সময়।
177. কী-বোর্ডের শিফট,অল্টার,কনট্রোল কী-গুলোকে কী বলে। উঃ- Modifier key
178. পোস্ট স্ক্রিপ্ট কী? উঃ- প্রিন্টারের ভাষা।
179. মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে? উঃ- গাণিতিক ইউনিট।
180. মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? উঃ- ALU.
181. কমপিউটারের বাস গুলো কী? উঃ- কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI.
182. I.B.M এর পূর্ণরূপ কোনটি? উঃ- International Business Machine.
183. কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী? উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
184. প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী? উঃ- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।
185. লাইট পেন হল এক ধরনের —কী? উঃ- ইনপুট ডিভাইস।
186. কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে? উঃ- ১৯৮১ সালে।
187. কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে- ALU
188. ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার? উঃ- প্রথম প্রজন্মের।
189. নেটওয়ার্কিং এর সুবিধা কী? উঃ- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে।
190. কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়োজন? উঃ- Operating System.
191. হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়? উঃ- নভোযান-এ।
192. সফটওয়্যার কী? উঃ- এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি।
193. পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী? উঃ- মাইক্রো কমপিউটার।
194. প্রথম গণনা যন্ত্রের নাম কী? উঃ- অ্যাবাকাস।
195. কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়? উঃ- ১৯৪৮ সালে।
196. ইন্টেল কোন দেশের কোম্পানি? উঃ- যুক্তরাষ্ট্র।
197. কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়। উঃ- তৃতীয় পজন্মের।
198. মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে? উঃ- চতুর্থ।
199. কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী? উঃ- নির্ভুলতা।
200. মাই কমপিউটার হল ——– উঃ- ডকুমেন্টর ফোল্ডার।
201. কোনটি স্টোরেজ ডিভাইস? উঃ- হার্ডডিস্ক।
202. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী? উঃ- MARK-1
203. মার্ক-১ এর দৈর্ঘ ছিল? উঃ- ৫১ ফুট লম্বা।
204. সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি? উঃ- ইউনিভ্যাক।
205. আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়। উঃ- ১৯৬২ সালে।