মানবিক সাহায্য সংস্থা এলাকা ব্যবস্থাপক পদে ❤️ নতুন নিয়োগ
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় প্রায় ১৬২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে । mss area manager circular
Summary / এক-নজরে:
* পদসংখ্যা: ১০
* বয়স: সর্বোচ্চ ৪২ বছর
* কর্মস্থল: সংস্থার যেকোন শাখা অফিস
* নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৫-০৫-২০২৪ইং
* সর্বশেষ আবেদনের তারিখ: ০২-০৬-২০২৪ইং
* মাসিক বেতন: ৩৮০০০ – ৪৪,৩০০ টাকা (অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে আলোচনাস্বাপেক্ষে)
Requirements / আবেদনের যোগ্যতা:
Education / শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান পাশ।
Experience / অভিজ্ঞতা: MRA সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বপদে ন্যূনতম ০১ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৬ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ০৪ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Additional Requirements / অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী:
-
বয়স: সর্বোচ্চ ৪২ বছর। অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য।
-
শিক্ষানবিশকাল ০৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
-
সংস্থার যে কোন কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
-
যোগদানের সময় মা/ বাবা/ আপন ভাই/ বোন/ নিকটতম আত্মীয়কে (০২ জন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
-
যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১৫,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।
-
সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোন কর্ম এলাকায় আপনাকে বদলী করা হতে পারে।
-
বৈধ ড্রাইভং লাইসেন্সসহ মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক।
Responsibilities & Context / দায়িত্ব-কার্যাবলী:
এলাকা ব্যাবস্থাপক হিসেবে যে দায়িত্বগুলো পালন করবেন তা নিম্নে দেয়া হলো:
- আপনি নিয়মিত MSS-WCP’র কর্মএলাকায় অবস্থিত শাখা অফিস সহ মাঠ পরিদর্শনে যাবেন এবং হিসাব নিকাশ অর্থাৎ ক্যাশ বুক, লেজার বুক, ভাউচার, নগদ টাকা ও ব্যাংক লেনদেন, ট্রায়াল ব্যালান্স, আয়-ব্যয় হিসাব, ক্রয় রশিদ ও বিল পেমেন্ট, ব্যালান্স সীট এবং এ সম্পর্কিত অন্যান্য রেজিষ্টার ও সাবসিডিয়ারী রেজিষ্টার পরিদর্শন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন তৈরী করবেন।
- শাখা ব্যবস্থাপক, এলএসও এবং সিডিওদের কাজ পরিচালনা ও সমন্বয় করা;
- সদস্যদের নিয়ে দল গঠন, প্রশিক্ষণ, দলীয় সভা, দলের স্বীকৃতি, ঋণের কিস্তি এবং সঞ্চয় আদয়কালে যথাযথভাবে মনিটরিং করা এবং সংস্থার স্বার্থে প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা করা।
- শাখা ব্যবস্থাপক , এলএসও ও সিডিওগণ সংস্থার নীতিমালা এবং প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকেবহাল তা নিশ্চিত করা;
- এমএসএস-মহিলা ঋণদান কর্মসূচির প্রোগ্রাম/ অডিট/ মনিটরিং/ একাউন্টস এবং প্রশাসন বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করা;
- প্রাথমিক দলীয় তালিকা পর্যালোচনা করা এবং ফীডব্যাক দেওয়া;
- দলীয় সদস্যদের বাড়ী পরিদর্শন করে তাদের Well-being অবস্থা জানা;
- সদস্যদের সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্যপদ অনুমোদন দেয়া;
- ঋণের জন্য আবেদনকারীর দেয়া তথ্য বাড়ী পরিদর্শন করে যাচাই করা;
- ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা;
- প্রত্যেক ঋণগ্রহীতার বাড়ী নিয়মিত পরিদর্শন করে সংশিষ্ট কাগজপত্র যাচাই করা;
- LSO এবং CDO’র কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তাকে সহায়তা করা;
- সমগ্র এরিয়ার বিভিন্ন কাগজত্রের পোষ্টিং দেয়া ;
- শাখার সকল ষ্টাফের দৈনন্দিন কাজকর্ম সম্পাদন নিশ্চিত করা;
- শাখার ষ্টাফদের দৈনন্দিন হাজিরা ও ছুটি যথাযথভাবে রেকর্ড করা;
- লেজার, ভাউচার, রেজিষ্টার ও অন্যান্য কাগজপত্র তৈরীতে CDO -কে সহায়তা করা;
- ঋণগ্রহণকারী সদস্যদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড প্রত্যক্ষ করার জন্য মাঝে মাঝে মাঠ পর্যায়ে পরিদর্শন করা;
- দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী করা এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ করা;
- বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরী করা;
- সদস্যদের যথাসময়ে ঋণ বিতরণ নিশ্চিত করা;
- স্থানীয় পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা;
- ঋণ গ্রহণকারীদের সফলতা সংগ্রহ ও হেড অফিসে জমা দেয়া;
- নিয়মিত সদস্যদের নিকট থেকে ঋণ পরিশোধের কিস্তির টাকা আদায়ের জন্য CDO -কে যৌথ মাঠ পরিদর্শন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা;
- ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা;
- নিয়মিত ষ্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করা
Compensation & other benefits / বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি:
- মাসিক বেতন: ৩৮,০০০ – ৪৪,৩০০ টাকা (অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে আলোচনাস্বাপেক্ষে)।
- উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন-বৃদ্ধি
- প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল
- মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযেজ্যে ক্ষেত্রে)/ ভ্রমণভাতা
- চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি
- সংস্থার যেকোন শাখা অফিস
Job Highlight’s / নিয়োগ বিজ্ঞপ্তি নং:
- নিয়োগ বিজ্ঞপ্তি নং: এমএসএস/ মানব সম্পদ ও প্রশাসন/ নিয়োগ/ ২০২৪ – ০৯
Apply Procedure / আবেদনের নিয়মাবলী:
অথবা
নির্বাহী পরিচালক বরাবর পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত [email protected] এই ইমেইলে প্রেরণ করার যাবে।
আবেদনে শেষ সময়: ০২.০৬.২০২৪
mss area manager circular
আমাদের iit-bd.org ওয়েবসািইটে চোখ রাখুন ।
সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।
* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি
* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি
* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি
* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি
Assalamu Alaikum, welcome to iit-bd.org website. Keep an eye on our website iit-bd.org for regular job notifications.
Follow our iit-bd.org on social media to get our job notifications.
Get more at Find Jobs –
* Government Private Job Notification
* Medical Job Notification
* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular
* NGO, Nursing Job Notification