হার্ড সোসাইটি শাখা ব্যবস্থাপক পদে ❤️নতুন নিয়োগ
Humanitarian Aid for Rural Development (H.A.R.D.) Society Group is an NGO committed to improving the lives of those in poverty through opportunities that empower the poor, eradicate illiteracy, and establish communities of character. হার্ড সোসাইটি নিয়োগ
প্রতিষ্ঠানের নাম:
পদের নাম:
পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: সংস্থার নিয়মানুযায়ী মোবাইল বিল, মোটর সাইকেল জ্বালানী ভাতা প্রদান করা হবে যা মাসিক বেতনের অন্তভূক্ত নয়। কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতির সুযোগ রয়েছে। স্বল্প খরচে সংস্থা প্রদত্ত একক আবাসনের সুব্যবস্থা আছে । লক্ষ্যমাত্রা অর্জন ভিত্তিক ইনসেনটিভ বোনাস। চাকুরী স্থায়ীকরণের পর ২টি উৎসব বোনাস। পারফরমেন্সেএর উপর ভিত্তি করে বার্ষিক বেতন বৃদ্ধি। সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটি, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সকল সুবিধাদি।
হার্ড সোসাইটি MRA সনদ প্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা দেশের প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। হার্ড সোসাইটির মাইক্রোক্রেডিট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শাখা ব্যবস্থাপক পদে কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
- মাস ভিত্তিক বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা।
- দায়িত্বপ্রাপ্ত শাখার কর্মী, তহবিল ও ব্যয় ব্যবস্থাপনা এবং অফিস পরিচালনা করা।
- নীতিমালা অনুযায়ী ঋণ, সঞ্চয় এবং বকেয়া ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- সমিতি ব্যবস্থাপনা ও সমিতি পরিদর্শনের কাজ মনিটরিং করা।
- শাখার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
- নিয়মিত এবং নির্ধারিত সময়ে ব্যালান্সিং নিশ্চিত করা।
- বার্ষিক বাজেট এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।
- এমআইএস ও এআইএস সহ সকল প্রতিবেদন প্রস্তুত করা।
- শাখার সকল হিসাব রক্ষণ এবং বিল-ভাউচারসহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদন এবং প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রেরণ করা।
- শাখার সকল প্রকার রেজিষ্টার / নথি / নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে সংরক্ষর করা।
- সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা।
- কর্মীদের দক্ষতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা।
- কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
আবেদন করার শেষ তারিখ: 24 May 2024
আবেদন করার নিয়ম
আগ্রহী যোগ্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত / সিভি, পার্সপোর্ট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষ্যাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, এন.আই.ডি সনদের কপি সহ আবেদন পত্র মানব সম্পদ বিভাগ, হেড অফিস-বাড়ি # ০৪, সড়ক # ৬/বি, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা। – এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। যোগাযোগ-01701-675837, 01701675832
বিস্তারিত: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1247670&fcatId=12&ln=1
Address:
Corporate Office : HARD House,(Corporate Office), House-04, Road-6/B, Sector-12, Uttara, Dhaka-1230
আমাদের iit-bd.org ওয়েবসািইটে চোখ রাখুন ।
সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।
iit-bd.org এ আরো পাচ্ছেন –
* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি
* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি
* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি
* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি
Assalamu Alaikum, welcome to iit-bd.org website. Keep an eye on our website iit-bd.org for regular job notifications.
Follow our iit-bd.org on social media to get our job notifications.
Get more at Find Jobs –
* Government Private Job Notification
* Medical Job Notification
* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular
* NGO, Nursing Job Notification হার্ড সোসাইটি নিয়োগ