কারিতাস বাংলাদেশ ❤️নতুন নিয়োগ প্রকাশ
কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে, বিপদাপন্ন জনগোষ্ঠির মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যেকোন ধরনের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও শোষনমূলক কমর্কান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্য নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শাস্তির আওতাভুক্ত হবে। কারিতাস বাংলাদেশ নিয়োগ 2024
প্রতিষ্ঠানের নাম: Caritas Bangladesh
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম এইচ.এস.সি বা সমমান পাশ তবে স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: Tk. 15000 (Monthly)
আবেদন করার শেষ তারিখ: 15 May 2024
সংক্ষিপ্ত দায়িত্ব ও কর্তব্যসমুহ:
- প্রার্থীকে ১৮-২০ টি নিয়মিত সমিতি এবং ৪০০-৪৫০ জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে। ঋণ বিতরণ ও ঋণ আদায় ১০০% নিশ্চিত করা।
- সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় এবং ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দেয়া। ঋণের আবেদন ফরম পূরণ ও ঋণ বিতরণের জন্য সুপারিশ করা।
- সদস্যদের পাস বই ও সমিতির রেজুলেশন নিশ্চিত করা। প্রার্থীকে যোগাযোগ দক্ষতা ও স্মার্ট মোবাইল ফোন চালানোর পারদর্শী হতে হবে।
আবেদন করার নিয়ম
Hard Copy
১. ক) প্রার্থীর নাম খ) পিতা/স্বামীর নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ ঙ) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা চ) স্থায়ী ঠিকানা ছ) শিক্ষাগত যোগ্যতা জ) ধর্ম ঝ) জাতীয়তা ঞ) দুই জন গন্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা (মোবাইল ফোন নম্বরসহ) এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখসহ সাদা কাগজে নি¤œস্বাক্ষরকারী বরাবরে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল ফোন নম্বর ও ইমেইল ঠিকানা (যদি থাকে) উল্লেখ করতে হবে। ২. আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, চাকুরীর অভিজ্ঞাতা সনদপত্রের ফটোকপি (যদি থাকে), চারিত্রিক সনদপত্র ও সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ৩. চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সংযোজন করে আবেদন করতে হবে। ৪. যারা বর্তমানে পড়াশোনা করছেন, ধূমপান ও নেশা দ্রব্য গ্রহণে অভ্যস্ত ব্যক্তিদের আবেদন করার দরকার নাই। ৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে `নন-জুডিশিয়াল স্ট্যাম্পে` প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন সময়ের জন্য `নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন`-এ মর্মে প্রার্থীর এলাকার ও পরিচিত দুইজন অনাত্মীয় গন্যমান্য ব্যক্তির লিখিত সম্মতি প্রদান করতে হবে। ৬. নির্বাচিত প্রার্থীকে ৬ (ছয়) মাস শিক্ষানবীশকাল হিসাবে নিয়োগ দেয়া হবে তবে প্রয়োজনে আরও ৩ (তিন) মাস বাড়ানো যাবে। শিক্ষানবীশকাল সন্তোষজনক সমাপনান্তে স্থায়ী নিয়োগ দেয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন/ভাতাদি প্রদান করা হবে। ৭. নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে ১০,০০০.০০ (দশ হাজার) টাকা জমা দিতে হবে, যা চাকুরী শেষে সুদসহ ফেরতযোগ্য এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র কারিতাস দিনাজপুর আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে। ৮. প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভূক্ত প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে / মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ৯. আবেদনপত্র আগামী ১৫/০৫/২০২৪ খ্রি. তারিখে বিকাল ৫:০০ টার মধ্যে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে। ১০. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। ব্যক্তিগত যোগাযোগকারী/সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে। ১১. এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ১২. এই নিয়োগ বিজ্ঞপ্তিটি www.caritasbd.org ওয়েবসাইটে এবং https://www.facebook.com/Caritasbangladesh2016 ২০১৬ পেইজে পাওয়া যাবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস দিনাজপুর অঞ্চল পশ্চিম শিবরামপুর, বক্স নং-৮, দিনাজপুর-৫২০০
Caritas was founded in 1967 as the eastern branch of Caritas Pakistan. Following the cyclone of November 1970 it was re-organised and became known as CORR (Christian Organisation for Relief and Rehabilitation) and took on the character of a national organisation on January 13, 1971. The name Caritas was re-introduced in 1976.
Caritas Bangladesh has its Central Office in Dhaka. There are eight Regional (or Diocesan) Offices in Barishal, Chattogram, Dhaka, Dinajpur, Khulna, Mymensingh, Rajshahi and Sylhet. In all these places Caritas is operational in Integrated Development, Disaster Management and Human Resource Development, under a central management. Caritas restricts itself at present to 208 upazilas (sub-districts) for integrated human development work. During emergencies, such as natural disasters, Caritas is operational in any part of the country.
Caritas Bangladesh is a member of the Caritas Internationalis, a confederation of 165 Caritas Member Organisations over 200 countries and territories.
বিস্তারিত: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1249029&fcatId=12&ln=1
আমাদের iit-bd.org ওয়েবসািইটে চোখ রাখুন ।
সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।
iit-bd.org এ আরো পাচ্ছেন –
* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি কারিতাস বাংলাদেশ নিয়োগ 2024
* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি
* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি
* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি
Assalamu Alaikum, welcome to iit-bd.org website. Keep an eye on our website iit-bd.org for regular job notifications.
Follow our iit-bd.org on social media to get our job notifications.
Get more at Find Jobs –
* Government Private Job Notification
* Medical Job Notification
* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular
* NGO, Nursing Job Notification