বাংলাদেশের সংবিধান এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ( ১ম পর্ব)
বাংলাদেশের সংবিধান এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ( ১ম পর্ব)
- বাংলাদেশ- একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র
- বাংলাদেশের সরকার পদ্ধতি- এককেন্দ্রীক
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন-সংবিধান
- দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ-শাসন বিভাগ
- বাংলাদেশের সংবিধানে মোট ভাগ- ১১টি
- সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩টি
- সংবিধানে তফসিল আছে- ৭টি
- সংবিধানে মূলনীতি আছে- ৪টি
- সংবিধানের রূপকার- ড. কামাল হোসেন
- সংবিধান রচনা কমিটির সদস্য- ৩৪ জন(প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)
- সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য- সুরঞ্জিত সেনগুপ্ত
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য- বেগম রাজিয়া বানু
- বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়- ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে
- বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন- ড. কামাল হোসেন
- সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়-১৯৭২ সালের ১২ অক্টোবর
- সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর
- সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
- সংবিধান দিবস- ৪ নভেম্বর
- হস্তলিখিত লিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন- শিল্পাচার্য জয়নুল আবেদীন
- সংবিধান- ২ প্রকার; লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান
- বাংলাদেশের সংবিধান- লিখিত সংবিধান
- লিখিত সংবিধান নেই- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব
- বিশ্বের সবচেয়ে বড় সংবিধান- ভারতের; আর ছোট- মার্কিন যুক্তরাষ্ট্রের
- বাংলাদেশের আইন অনুযায়ী- ১৪ বছরের নিচের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না
- সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম বয়স- ৩৫ বছর
- সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স- ২৫ বছর
- সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ও স্পিকার হওয়ার জন্য ন্যূনতম বয়স- ২৫ বছর
- এক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন- ২ বার/মেয়াদকাল
- রাষ্ট্রপতি পদত্যাগ করেন- স্পিকারের কাছে
- প্রধানমন্ত্রী পদত্যাগ করেন- রাষ্ট্রপতির কাছে
- জাতীয় সংসদের/আইনসভার প্রধান/সভাপতি- স্পিকার
- সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী- রাষ্ট্রপতি
- প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক/প্রধান- রাষ্ট্রপতি
- সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করেন- রাষ্ট্রপতি
- প্রধান বিচারপতিকে নিয়োগ দেন-রাষ্ট্রপতি
- তত্ত্বাবধায়ক সরকার দায়বদ্ধ- রাষ্ট্রপতির কাছে
- নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন- রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতিকে অপসারণ করতে- ২/৩ অংশ ভোট দরকার
- বাংলাদেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট
- সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ)
- সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে- হাইকোর্টকে
- প্রধান বিচারপতিকে নিয়োগ দেন-রাষ্ট্রপতি
- নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন-রাষ্ট্রপতি
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১. প্রজাতন্ত্র
২. রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. মৌলিক অধিকার
৪. নির্বাহী বিভাগ
৫. আইন সভা
৬. বিচার বিভাগ
৭. নির্বাচন
৮. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. বাংলাদেশের কর্মবিভাগ
৯. ক। জ- জরুরী বিধানাবলী
১০. সংবিধান সংশোধন
১১. বিবিধ