বাংলাদেশের সংবিধান গুরুত্বপূর্ণ সাজেশন (২য় পর্ব)

Spread the love

#সংবিধানের_গুরুত্বপূর্ণ_প্রশ্নোত্তরঃ-

  • পৃথিবীর সবচেয়ে বড়ো সংবিধান=ভারত।
  • ছোটো সংবিধান=যুক্তরাষ্ট্র।
  • সংবিধান নেই=যুক্তরাজ্য।
  • হস্তলিখিত সংবিধানে সুরঞ্জিত সেনগুপ্ত সাক্ষর করেননি,তৎকালীন সময়ে সংবিধান কমিটিতে তিনিই একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন।
  • হস্তলিখিত সংবিধানের মূল লেখক=এ কে এম আব্দুর রউফ।
  • হস্তলিখিত সংবিধানের কারুকাজ করেন=শিল্পাচার্য জয়নুল আবেদীন।
  • সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী ছিলেন=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • বাংলাদেশের সংবিধান =লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
  • লিখিত সংবিধান নেই=বৃটেন,স্পেন,সৌদিআরব ও নিউজিল্যান্ডের।
  • বাংলাদেশের সাংবিধানিক নাম=গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
  • সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে=বিসমিল্লাহির রহমানির রহিম।
  • ইংরেজি নাম= The People Republic of Bangladesh.
  • সংবিধানের ইংরেজি লেখক=ড.কামাল হোসেন।
  • বাংলায় অনুবাদক=ড.আনিসুজ্জামান।
  • সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন=৩৪ জন।
  • প্রধান ছিলেন=ড.কামাল হোসেন।
  • বাংলাদেশের সরকার পদ্ধতি =এক কেন্দ্রীক।
  • সর্বোচ্চ আইন প্রনয়নকারী কর্তৃপক্ষ=শাসন বিভাগ।
  • সংবিধান দিবস=৪ নভেম্বর।
  • বাংলাদেশের আইনসভা(সংবিধান) =এককক্ষ বিশিষ্ট।
  • সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম=ইসলাম।
  • একমাত্র মহিলা সদস্য =বেগম রাজিয়া বানু।
  • খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়=১২ অক্টোবর,১৯৭২।
  • উত্থাপন করেন=ড.কামাল হোসেন(২য় অধিবেশনে)।
  • গৃহীত হয়=৪ নভেম্বর,১৯৭২।
  • কার্যকর হয়=১৬ ডিসেম্বর,১৯৭২।
  • হস্তলিখিত সংবিধান ছিলো=৯৩ পাতার।
  • বাংলাদেশের সর্বোচ্চ আইন=সংবিধান।
  • সংবিধানের ৪টি মূলনীতি হলো=১.জাতীয়তাবাদ ২.গণতন্ত্র ৩.সমাজতন্ত্র এবং ৪.ধর্মনিরপেক্ষতা।
  • বাংলাদেশের সংবিধান প্রস্তাবনার মূল বিষয়=মুক্তিযুদ্ধের চেতনা।
  • সংবিধান সংশোধনীর জন্য ভোটের প্রয়োজন=সংসদের দুই-তৃতীয়াংশ।
  • রাষ্ট্রভাষা=বাংলা।
  • সংবিধানের ভাগ=১১ টি।
  • সংবিধানের অনুচ্ছেদ/ধারা=১৫৩টি।
  • তফসিল =৭টি।
  • বলার ধারাবাহিকতা= সংবিধান>ভাগ>পরিচ্ছেদ>অনুচ্ছেদ>দফা>উপদফা।
  • বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে=বাংলা ও ইংরেজিতে।
  • এ পর্যন্ত সংবিধান সংশোধিত হয়েছে= ১৭ বার।
  • সংবিধানের ১-৪ নং সংশোধনী সংশোধন করেছেন=শেখ মুজিবুর রহমান।
  • বেগম খালেদা জিয়া সংশোধন করেন=৪ বার।
  • হুসাইন মুহাম্মদ এরশাদ সংশোধন করেন =৪ বার।

সংবিধানের ভাগগুলো হলোঃ-

১.প্রজাতন্ত্র (১-৭)

২.রাষ্ট্র পরিচালনার মূলনীতি (৮-২৫)

৩.মৌলিক অধিকার(২৬-৪৭)

৪.নির্বাহী বিভাগ(৪৮-৬৪)

৫.আইনসভা (৬৫-৯৩)

৬.বিচার বিভাগ(৯৪-১১৭)

৭.নির্বাচন কমিশন(১১৮-১২৬)

৮.মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(১২৭-১৩২)

৯.বি.সি.এস(১৩৩-১৪১)

১০.সংশোধনী(১৪২)

১১.বিবিধ (১৪৩-১৫৩)


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *